শুরুতেই রানআউটে সাজঘরে তানজিদ, লিটন বোল্ড

শুরুতেই রানআউটে সাজঘরে তানজিদ, লিটন বোল্ড

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের দেয়া ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ। দলীয় ১৯ রানের মাথায় রানআউটের শিকার হয়ে সাজঘরের পথ ধরেন তানজিদ হাসান তামিম। আউট হওয়ার আগে ১৩ বলে ৫ রান করেন তিনি।

তানজিদ রানআউট হয়ে ফেরার পর নেমেছেন মিরাজ।

ক্যারিয়ারে এই প্রথম তিনে ব্যাটিং করতে এলেন তিনি। এর আগে মেকশিফট ওপেনার হিসেবে খেলতে দেখা গেছে তাঁকে।  

বিশ্বকাপ শুরুর আগে অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিনে নেমে ফিফটি করেছিলেন মিরাজ। ইংল্যান্ডের সঙ্গে চারে নেমেও ফিফটির দেখা পেয়েছিলেন।

 

আফগান স্পিনার, বিশেষ করে মুজিবকে মিরাজ সামলাতে পারবেন, এমন ভাবনা আছে। তবে তানজিদের পর লিটনের আউটে মিরাজের দায়িত্বটা বেড়ে গেছে আরও।  

মিরাজ শুরুটা ভালো করেছেন, মুজিবকে ড্রাইভ করে মেরেছেন নিজের প্রথম চার। ফজলহক ফারুকির অফ স্টাম্পের বাইরের বল। ব্যাক অব দ্য হ্যান্ডের স্লোয়ার বল। লিটন সেটি খেলতে গেলেন আয়েশী ভঙ্গিতে। অবশ্য ঠিক নিশ্চিত ছিলেন না কীভাবে খেলবেন, মনে হয়েছে এমন। বিপদ ঘটল তাতেই। ইনসাইড-এজে বোল্ড হয়েছেন লিটন। ১৮ বলে ১৩ রান করে থেমেছেন তিনি। ১৫৭ রান তাড়ায় হুট করেই চাপে বাংলাদেশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১০ ওভার ২ বলে ৪৬ রান।

news24bd.tv/TR