দেশের ব্যাংকিং খাতকে এগিয়ে নিতে কাজ করবে মেঘনা ক্লাউড

প্রতীকী ছবি

দেশের ব্যাংকিং খাতকে এগিয়ে নিতে কাজ করবে মেঘনা ক্লাউড

নিজস্ব প্রতিবেদক

দেশের ব্যাংকিং খাতকে এগিয়ে নিতে এবং তথ্য দেশে রাখতে সাহায্য করবে মেঘনা ক্লাউড। রাজধানীর একটি হোটেলে দেশের প্রথম ডেটা সেন্টার মেঘনা ক্লাউড ও ব্যাংকিং এ সম্ভাবনা শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এসব কথা জানায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

অনুষ্ঠানে তারা বলেন, আর্থিক লেনদেনের জন্য বাংলাদেশে বর্তমানে ৬১টি তফসিলি ব্যাংক এবং ৫টি অ-তফসিলি ব্যাংক আছে। এছাড়া ৩৫টি আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অধীনে বর্তমানে ডিএসই এবং সিএসই এর ২৩৮ এবং ১৩৬ সদস্য রয়েছে। এছাড়া বর্তমানে দেশের ৪০ শতাংশের বেশি মানুষ এই সেবা ব্যাবহার করছে।

তাই ব্যাংকিং খাতকে সুরক্ষিত রাখতে, অতিরিক্ত বৈদেশিক মুদ্রা নষ্ট না করে দেশের এই ক্লাউড ডেটা সেন্টার ব্যাবহার এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইসিটি মন্ত্রণালয়ের সচিব সামশুল আরেফিন, জেন নেক্সটের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীসহ আইসিটি ডিভিশনের কর্তা ব্যক্তিরা।

এই রকম আরও টপিক