আশা জাগিয়ে ফিরে গেলেন লিটন 

সংগৃহীত ছবি

আশা জাগিয়ে ফিরে গেলেন লিটন 

অনলাইন ডেস্ক

টানা ব্যাটিং ব্যর্থতায় একাদশ থেকেই বাদ পড়ার শঙ্কায় ছিলেন লিটন দাস। তবে আজ ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে লক্ষ্য তাড়ায় নামা বাংলাদেশের হয়ে লিটন শুরুটা করেন দারুণ। এমনকি বাকিরা যখন যাওয়া-আসার মিছিলে নামেন, তখন উইকেটের এক প্রান্তে দৃষ্টিনন্দন সব শট খেলে রানের চাকা সচল রাখেন তিনি।

লিটন জাগিয়েছিলেন সেঞ্চুরির আশা।

তবে দারুণ ব্যাটিং করতে থেকেও ৬৬ বলে ৭৬ রান করে সাজঘরে ফিরে গেছেন এই ওপেনার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত, তার বিদায়ে ৫ উইকেট হারিয়ে ২৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৪৪ রান। উইকেটে আছেন মুশফিকুর রহিম এবং তাওহীদ হৃদয়।  

মাত্র ২৬ রানেই ৩ উইকেট হারানো বাংলাদেশ চতুর্থ উইকেট হারায় ৪৯ রানে।

মেহেদী হাসান মিরাজ ক্রিস ওকসের বলে সোজা ব্যাটে খেলতে গিয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে থাকা জস বাটলাররা। চার সঙ্গী হারানোর পরও মাত্র ৩৮ বলে লিটন তুলে নেন ফিফটি। মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ভালো কিছুর আশাও দেখাচ্ছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত ৭৬ রানে ওকসের দ্বিতীয় শিকার বনে যান লিটন। তিনিও ক্যাচ দেন বাটলারকে।

এর আগে, ধর্মশালায় ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৩৬৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন লিটন দাস। ক্রিস ওকসের প্রথম ওভারেই হাঁকান তিন বাউন্ডারি। কিন্তু পরের ওভারে বোলিংয়ে এসেই বাজিমাত দলে ঢোকা রিচ টপলির। ওপেনার তানজিদ হাসানকে (১) জনি বেয়ারস্টোর ক্যাচ বানান তিনি। পরের বলে ফর্মের তুঙ্গে থাকা নাজমুল হোসেন শান্তকেও (০) খালি হাতে ফেরান তিনি।

এক ওভারে ২ উইকেট হারানোর পর চারে নামেন সাকিব আল হাসান। প্রত্যাশা পূরণে ব্যর্থ তিনিও। বিপদ আরও বাড়িয়ে সেই টপলির বলেই ১ রানে বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক।

news24bd.tv/SHS