খুবিতে মাদকবিরোধী শোভাযাত্রা

খুবিতে মাদকবিরোধী শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত রাখার অঙ্গীকার করে ক্যাম্পাসে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার  ক্ষার্থীদের (স্বেচ্ছায় রক্তদাতাদের) সংগঠন বাঁধন এর আয়োজনে ও ছাত্র বিষয়ক পরিচালকের (ডিএসএ) দপ্তরের সহযোগিতায় শোভাযাত্রা বের করা হয়।

এতে নেতৃত্ব প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

শোভাযাত্রাটি হাদী চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

উপাচার্য বলেন, সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ক্যাম্পাস মাদকমুক্ত রাখতে হলে সবার আগে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। তিনি ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখতে সকল ছাত্র সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমনসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এই রকম আরও টপিক