বড় হারের পর সাকিব, ‘ভেঙে পড়লে চলবে না’ 

সংগৃহীত ছবি

বড় হারের পর সাকিব, ‘ভেঙে পড়লে চলবে না’ 

অনলাইন ডেস্ক

আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও ইংল্যান্ডের কাছে আবারও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার ধর্মশালায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। এমন হারের পর দলের মনোবল ভেঙে পড়াই স্বাভাবিক। তবে অধিনায়ক সাকিব আল হাসান বলছেন, এমন হারের পর ভেঙে পড়লে চলবে না।

এই ধর্মশালাতেই আফগানিস্তানকে পাত্তা দেয়নি বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচেই ঘটলো ভিন্ন ঘটনা। ম্যাচ হারের পর প্রশ্ন উঠছে টসে জিতে বাংলাদেশের বোলিং নেওয়া নিয়েও!

তবে ম্যাচ শেষে সাকিব টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠানোর ব্যাপারটির ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘টসে জিতেছিলাম। আজকের আবহাওয়া কিছুটা ঠান্ডা ছিল।

আগের রাতে বৃষ্টির কারণেই হয়তো। আমাদের বোলিংয়ের শুরুটা ভালো হয়নি। ইংল্যান্ড এমন একটা দল, যাদের একটু সুযোগ দিলেই আপনার ওপর চেপে বসবে। যদিও আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। ’

ইংলিশরা আগে ব্যাটিং করে ৩৬৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করানোর পর লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশ সেভাবে লড়াই-ই করতে পারেনি।  সাকিবের সোজা-সাপ্টাই উত্তর, শুরুতে দ্রুত উইকেট হারালে ৩৫০ রান তাড়া করা সম্ভব নয়। তিনি আক্ষেপ করেছেন পরিকল্পনা বাস্তবায়ন না হওয়াতেও, ‘আমাদের ভালো একটা পরিকল্পনা তো ছিলই। কিন্তু সেটি বাস্তবায়ন করতে পারিনি। আমাদের ব্যাটিংটা হয়েছে খাপছাড়া। শুরুতে যখন বোলিং করছিলাম, প্রথম ৬ ওভার বল সুইং করছিল, এর পরপরই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ইংল্যান্ডের হাতে। রানটা যদি ৩২০-৩৩০ হতো, তাও একটা সুযোগ ছিল। ’ 

এদিকে, বড় হারের পরও এই ম্যাচ থেকে ইতিবাচক কিছু খুঁজে বের করার চেষ্টা করছেন সাকিব, ‘লম্বা একটা টুর্নামেন্ট। আমাদের সামনে বেশ কিছু কঠিন ম্যাচ আছে। আজকের এই হারের পর আমাদের ভেঙে পড়লে চলবে না। আজকের ম্যাচের ইতিবাচক বিষয়গুলো খুঁজে নিয়ে সামনের ম্যাচগুলোতে ঝাঁপাতে হবে। ’

news24bd.tv/SHS