উত্তরার সাঈদ গ্র্যান্ড সেন্টারে আগুন, পুড়েছে একাধিক ফ্লোর

সংগৃহীত ছবি

উত্তরার সাঈদ গ্র্যান্ড সেন্টারে আগুন, পুড়েছে একাধিক ফ্লোর

অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরার সাঈদ গ্র্যান্ড সেন্টারে আগুন লেগে ভবনের বেশ কয়েকটি ফ্লোর পুড়ে গেছে। মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে আগুন লাগে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট। এসময় আহত হন দুই ফায়ার সার্ভিস কর্মী।

রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে।

কিন্তু পুরোপুরি নির্বাপণে কিছুটা সময় লাগবে।

জানা গেছে, ভবনে কয়েকটি রেস্টুরেন্ট থাকায় রাত ১১টা পর্যন্ত ছিলো মানুষের কোলাহল। কিন্তু রাত সোয়া ১টার দিকে হঠাৎই ভবনের ৮ম তলায় আগুন জ্বলতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। মূহুর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে ভবনের ৭ ও ৯ তলায়। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সেখানে অবস্থানরতরা।

খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আহত হন দুই ফায়ার সার্ভিস সদস্য।  

জানা গেছে, বহুতল এই ভবনে অগ্নি নির্বাপণের তেমন কোনো ব্যবস্থা রাখেনি কর্তৃপক্ষ। বেশ কয়েকবার আগুনের ঝুঁকির বিষয়ে ভবন মালিককে নোটিশ পাঠালেও সাড়া দেননি বলে অভিযোগ করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম চৌধুরী।   

ভবনটিতে বিভিন্ন সামগ্রীর দোকান, বেসরকারি কোম্পানির অফিস, কারখানা ও আর্থিক প্রতিষ্ঠান রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস।

news24bd.tv/SHS