‘নির্বাচন ঘিরে সাম্প্রদায়িক সহিংসতার আলামত শুরু হয়ে গেছে’

সংগৃহীত ছবি

‘নির্বাচন ঘিরে সাম্প্রদায়িক সহিংসতার আলামত শুরু হয়ে গেছে’

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন সামনে রেখে সাম্প্রদায়িক সহিংসতার আলামত এরই মধ্যে শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাস গুপ্ত।  সোমবার (১১ অক্টোবর) সকালে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।  

রানা দাশ গুপ্ত বলেন, রাজনীতিতে দাবার ঘুঁটি হিসেবে সবসময় ধর্মীয় সংখ্যালঘুদের ব্যবহার করা হয়। অতীত অভিজ্ঞতা থেকেই রাজনৈতিক নেতাদের ওপর আস্থা রাখা যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সমঝোতা হলে সহিংসতা এড়ানো যেত।

 

পরে সিইসি জানান, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো সাম্প্রদায়িক সহিংসতা না হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কমিশন।

news24bd.tv/আইএএম