‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের শুভমুক্তি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের শুভমুক্তি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের শুভমুক্তি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারকাবহুল এ চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে জাতির জনক শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে।

বৃহস্পতিবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে চলচ্চিত্রটির শুভমুক্তি ঘোষণা করেন শেখ হাসিনা। এসময় তিনি বলেন, ইতিহাসের অনেক অজানা তথ্য ও নতুন অধ্যায় জাতি জানতে পারবে মুজিব: একটি জাতির রূপকার চলচ্চিত্রের মাধ্যমে।

কাল থেকে সারা দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে মুভিটি। আমি চলচ্চিত্রটির শুভমুক্তি ঘোষণা করলাম।

দেশের প্রেক্ষাগৃহে আগামীকাল ১৩ অক্টোবর মুক্তি পাচ্ছে সিনেমাটি। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় এটি নির্মিত হয়েছে।

২০১৯ সালে সিনেমাটির কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষে চলতি বছরের ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়।

এটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ। শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। এছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন বাংলাদেশ-ভারতের খ্যাতিমান অভিনেতা ও অভিনেত্রীরা।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক