জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের বিধান বাতিল হচ্ছে

ডোনাল্ড ট্রাম্প।

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের বিধান বাতিল হচ্ছে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মসূত্রের নাগরিকত্ব অধিকার বাতিল করছে যুক্তরাষ্ট্র সরকার। অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সংক্রান্ত একটি আইন বাতিল করতে নির্বাহী আদেশে স্বাক্ষরের পরিকল্পনা করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা জানান।

ট্রাম্প বলেন, দেশটিতে ১৯৬৮ সাল থেকে চালু থাকা এই বিশেষ সুবিধা বাতিল করতে আইনি পরামর্শকদের সঙ্গে কাজ করছেন তিনি।

এই আইনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণকারী যে কেউ স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাবেন।

ট্রাম্প বলেন, বিশ্বে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যেখানে একজন ব্যক্তি এলেন এবং একটি সন্তান নিলেন। আর এই সন্তান সব ধরনের সুযোগ-সুবিধাসহ ৮৫ বছরের জন্য মার্কিন নাগরিকত্ব পাবে। দেশটিতে কয়েক দশক ধরে চলে আসা এ আইন হাস্যকর এবং শেষ করার সময় এসেছে...।

জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার এই বিধান বিলুপ্ত করার প্রক্রিয়ায় আছে। আর এই বিধান বাতিল করা হবে নির্বাহী এক আদেশের মাধ্যমে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর