‘সাংবাদিকদের কাউকেই ছাড় দেয়া উচিত নয়— না ক্ষমতাসীন দল, না বিরোধীদের’

ফাইল ছবি

টুইটে সজীব ওয়াজেদ জয়

‘সাংবাদিকদের কাউকেই ছাড় দেয়া উচিত নয়— না ক্ষমতাসীন দল, না বিরোধীদের’

অনলাইন ডেস্ক

সাংবাদিকদের হুমকি দেয়ায় বিএনপির কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আজ শনিবার এক এক্স (টুইটার) বার্তায় দলটির উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচন সামনে রেখে বিএনপি এখন নিজেদের দাবি ও আকাঙ্ক্ষা অনুযায়ী সংবাদ পরিবেশন না করায় সাংবাদিকদের ভয়াবহ পরিণতির হুমকি দিতে শুরু করেছে। ’

তিনি বলেন, বিএনপি বিডি মিডিয়া সেল নামে একটি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই হুমকি এসেছে। জয় বলেন, ‘গণতন্ত্রে মুক্ত গণমাধ্যম সরকার ও বিরোধী দল উভয়েরই জবাবদিহি নিশ্চিত করে।

কিন্তু বিএনপি গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করা থেকে বিরত রাখতে চাইছে। এমনকি ভয়ভীতিও প্রদর্শন করছে। ’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রে গণমাধ্যমের শক্তি এই ধারণার মধ্যে নিহিত যে, সাংবাদিকদের কাউকেই ছাড় দেয়া উচিত নয়— না ক্ষমতাসীন দল, না বিরোধীদের। কিন্তু সাংবাদিকদের উদ্দেশে বিএনপির মিডিয়া সেলের এমন হুমকি দলটির চরম অসহিষ্ণু চেহারাই প্রকাশ করছে।

সেইসঙ্গে এটাও স্পষ্ট যে, ক্ষমতায় এলে বিএনপি গণমাধ্যমের জন্য হুমকি হয়ে উঠবে, যেমনটা তারা ২০০১-০৬ সালে করেছিল। ’

গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়। তাতে হুমকি দিয়ে বলা হয়, ‘আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি কোন মিডিয়া গণতন্ত্রের পক্ষে আর কোনটি ‘স্বৈরাচারের পক্ষে’।
 

এই রকম আরও টপিক