যশোর যবিপ্রবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ

যশোর যবিপ্রবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ

যশোর প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি আল মামুন সিমনসহ ২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় আহতরা বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন।

আহতরা হলেন- যবিপ্রবি ছাত্রলীগের সহসভাপতি আল মামুন সিমন, আশরাফুল আলম।

শিক্ষার্থীরা জানান, দুপুরে শাখা ছাত্রলীগের সহসভাপতি আল মামুন সিমনের নেতৃত্বে ছাত্রলীগের একাংশ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে আওয়ামী লীগের উন্নয়ন শান্তি সমাবেশ করে। সমাবেশ শেষে দুপুর ২ টা ৪৫ মিনিটে শাখা ছাত্রলীগের
সহসভাপতি আল মামুন সিমনসহ নেতাকর্মীরা হলে ফিরে যাওয়ার সময় ছাত্রলীগের অপর পক্ষ ছাত্রলীগের সভাপতি সোহেল রানার নেতৃত্বে কয়েকজন লাঠিসোটা নিয়ে ধাওয়া করে। তারা আল মামুন সিমনসহ বেশ কয়জনকে মারধর ও করেন।

মারধর করতে দেখে জিন প্রকৌশল ও জৈব প্রযুক্তি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফুল আলম তার নিজস্ব মুঠোফোন বের করে ভিডিও ধারণ করতে থাকলে তাকেও মারধর করে হামলাকারীরা। পরে আহত দুই জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি
করা হযেছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি জানান, তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
 

এই রকম আরও টপিক