গাজীপুরে জরায়ু ক্যান্সার প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরু

গাজীপুরে জরায়ু ক্যান্সার প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরু

গাজীপুর প্রতিনিধি

প্রায় ২লক্ষ শিক্ষার্থীদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু করেছেন গাজীপুর সিভিল সার্জন। রোববার সকালে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান।

তিনি জানান, ১০ থেকে ১৪ বছর বয়সী সকল মেয়ে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এবং স্কুল বহির্ভূত মেয়েদের এলাকাভিত্তিক কমিউনিটির মাধ্যমে এই টিকার আওতায় আনা হবে।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল আবদুল কাদের মোহাম্মদ আশরাফুল আল মামুন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, এস. এম. আনোয়ারুল করিম, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাসসহ সিভিল সার্জনের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক