ধর্মঘটে শিশুর মৃত্যু, মুখে মবিল, জড়িতদের খুঁজে বের করার নির্দেশ

প্রতীকী ছবি

ধর্মঘটে শিশুর মৃত্যু, মুখে মবিল, জড়িতদের খুঁজে বের করার নির্দেশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পরিবহন ধর্মঘট চলাকালে অ্যাম্বুলেন্সে বাধায় শিশুর মৃত্যু ও ছাত্রীদের মুখে পোড়া মবিল মাখানোর মতো অপরাধে যে সব শ্রমিক জড়িত তাদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

আদালতে শুনানি করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যার্টনি জেনারেল মোঃ মোখলেসুর রহমান।

বিভিন্ন জাতীয় দৈনিক এবং ভিডিও ফুটেজ দেখে জড়িতদের খুঁজে বের করার জন্য পুলিশের আইজিকে এ নির্দেশনা দেয়া হয়। সেই সঙ্গে তাদের বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা ১৫ দিনের মধ্যে জানানোর জন্য পুলিশের আইজিপিকে বলা হয়েছে। এ বিষয়ে আগামী ১৮ নভেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, সংসদে পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন ২০১৮’-এর কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে ২৮ অক্টোবর সকাল ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

 

NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর