দ্বাদশ গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের ১০ম দিনের অনুষ্ঠানমালা

সংগৃহীত ছবি

দ্বাদশ গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের ১০ম দিনের অনুষ্ঠানমালা

অনলাইন ডেস্ক

প্রতিবারের মতো এবারো দুই দেশের শিল্পীদের পারস্পারিক সংস্কৃতির অভিজ্ঞতা বিনিময় ও জনগণের আত্মার ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে ৬ থেকে ১৭ অক্টোবর ১২ দিনব্যাপী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০২৩-এর আয়োজন করেছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদ।

আজ রোববার (১৫ অক্টোবর) উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান শুরু হয় বিকাল ৪টায়।

উন্মুক্ত মঞ্চ: শিশু সংগঠন অচিন পাখি দলীয় সঙ্গীত পরিবেশন করে, দলীয় সঙ্গীত পরিবেশন করে ভিন্নধারা ও পদাতিক সংগীত সংসদ, দলীয় আবৃত্তি পরিবেশন করে আবৃত্তি একাডেমি ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, দলীয় নৃত্য পরিবেশন করে জিনিয়া নৃত্যকলা একাডেমি, পথনাটক পরিবেশন করবে বাংলা খেয়ালী নাট্যগোষ্ঠী।

জাতীয় নাট্যশালা মিলনায়তন: অনিক (ভারত) প্রযোজনা- ব্রাহ্মণ, গল্প: দিবেন্দু পালিত, নাট্যরূপ: রজত ঘোষ, নির্দেশনা: অরূপ রায় 

এক্সপেরিমেন্টাল থিয়েটার হল: হৃৎমঞ্চ প্রযোজনা- হ্যাপি ডেজ, রচনা: স্যামুয়েল বেকেট, অনুবাদ: কবীর চৌধুরী, নির্দেশনা: শুভাশিস সিনহা

স্টুডিও থিয়েটার হল: সৌখিন থিয়েটার প্রযোজনা- অন্তরালের আয়না, রচনা: দারিও ফো, নির্দেশনা: হামিদুর রহমান পাপ্পু

বাংলাদেশ মহিলা সমিতি: দৃশ্যপট প্রযোজনা- সক্রেটিসের জবানবন্দি, রচনা: শিশিরকুমার দাশ, নির্দেশনা: আলী মাহমুদ

জাতীয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তন: পঞ্চভাস্কর এর প্রযোজনা- গীতিআলেখ্য মানুষ ভজলে সোনার মানুষ হবি ও স্রোত আবৃত্তি সংসদের প্রযোজনা- আবৃত্তি আমরা তোমাদের ভুলবো না

আগামীকাল ১৬ অক্টোবর ২০২৩ সোমবার উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪টায়।

উন্মুক্ত মঞ্চ: শিশু সংগঠন রঙ্গপীঠ শিশু দলের পরিবেশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

জাতীয় নাট্যশালা মিলনায়তন: লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী) প্রযোজনা- আমরা তিনজন, রচনা: বুদ্ধদেব বসু, নির্দেশনা: লিয়াকত আলী লাকী

এক্সপেরিমেন্টাল থিয়েটার হল: গোবরডাঙ্গা নকশা (ভারত) প্রযোজনা বিনোদিনী, নাটক: মৈনাক সেনগুপ্ত, নির্দেশনা: আশিস দাস 

স্টুডিও থিয়েটার হল: ভিশন থিয়েটার প্রযোজনা- গালিভারের সফর, গল্প: আবুল মনসুর আহমদ, নাট্যরূপ: গোলাম সারোয়ার, নির্দেশনা: গোলাম শাহরিয়ার সিক্ত 

বাংলাদেশ মহিলা সমিতি: নাট্যম রেপার্টরী প্রযোজনা- কোথায় জলে মরাল চলে, রচনা: মোহন রাকেশ, অনুবাদ: অংশুমান ভৌমিক, নির্দেশনা: আইরিন পারভীন লোপা

জাতীয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তন: কিংবদন্তী আবৃত্তি পরিষদের প্রযোজনা- আবৃত্তি শুদ্ধ আত্মার সম্মিলন ও নন্দনকলা কেন্দ্রের প্রযোজনা- নৃত্যনাট্য দুজনাকেই দেখব সমান।

সম্পর্কিত খবর