‘সামনাসামনি কিংবা গেরিলা কায়দায় দেশে আবার যুদ্ধ হবে’

‘সামনাসামনি কিংবা গেরিলা কায়দায় দেশে আবার যুদ্ধ হবে’

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ বাধ্য করলে দেশে আবার যুদ্ধ হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। তারা বলেন, এ যুদ্ধ হবে সামনাসামনি কিংবা গেরিলা কায়দায়।

সোমবার (১৬ অক্টোবর) নয়াপল্টনে অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে আয়োজিত সমাবেশে এসব বলেন নেতারা।

সভায় বক্তব্য রাখেন বিএনপির আব্দুস সালাম, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাসসহ সিনিয়র নেতারা।

তারা বলেন, সারাদেশে বিএনপি নেতাকর্মীদের পুলিশের আক্রমণ ও আদালত দ্বারা সাজা দেয়ার ঘটনা ঘটছে।

নেতারা বলেন, আগামীতে সরকারি দল আরও বেপরোয়া হয়ে সামনাসামনি কিংবা গেরিলা কায়দায় হামলা করতে পারে। সেজন্য নেতা-কর্মীদের উপযুক্ত জবাব দেয়ার প্রস্তটি নেয়ার নির্দেশ দেন তারা।

এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাংবিধানিকভাবে এ সরকার বৈধ তা আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকে প্রমাণ করতে হবে।

তিনি বলেন, কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত আন্দোলন শুরু হবে।

রোডমার্চের পর এক দফা দাবিতে ফের ধারাবাহিক কর্মসূচিতে ফিরেছে বিএনপি। এদিন সারাদেশ থেকে নেতাকর্মীদের এনে নয়াপল্টনে যুব সমাবেশ করে জাতীয়তাবাদী যুবদল।

news24bd.tv/FA