ভুবেনশ্বর নদ থেকে ৭ ফুট লম্বা কুমির উদ্ধার

ভুবেনশ্বর নদ থেকে ৭ ফুট লম্বা কুমির উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের ভুবেনশ্বর নদ থেকে ৭ ফুট লম্বা একটি লোনা পানির কুমির উদ্ধার করেছে সামাজিক বন বিভাগ। আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গজারিয়া নামক স্থানে ভুবেনশ্বর নদ থেকে কুমিরটি উদ্ধার করা হয়।  

গত বুধবার রাতে ভুবেনশ্বর নদে কুমিরটি দেখতে পায় স্থানীয় এলাকাবাসী। পরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে জেলা বন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন শেষে আজ সকালে খুলনা রেঞ্জের মৎস্য কর্মকর্তা মো. মফিজুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল ফরিদপুরে এসে পৌঁছায়।

এ সময় নদের বিভিন্ন স্থানে মাছ ধরার বের জাল দিয়ে টান দিয়ে দুপুর ৩টার দিকে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় এ কুমিরটি আটক করা হয়।

পরে উদ্ধারকৃত কুমিরটিকে নিয়ে খুলনার উদ্দেশে রওনা হয় উদ্ধারকারী দল। তবে লোনা পানির এ কুমিরটিকে কোথায় অবমুক্ত করবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত গ্রহণ করেনি বন বিভাগ।  

news24bd.tv/কেআই