ছাত্রলীগ নেতাসহ ১১ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়

ছাত্রলীগ নেতাসহ ১১ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

অনলাইন ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শৃঙ্খলা কমিটির সভায় নানা ধরনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চার ছাত্রলীগ নেতাসহ ১১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এরমধ্যে এক জনকে স্থায়ী ও বাকি ১০ জনের ছাত্রত্ব সাময়িক বহিষ্কারের সুপারিশ করা হয়।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে কমিটির একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। সভায় বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ছাত্রলীগ নেতাসহ কয়েকজনের হলের আবাসিকতা বাতিল ও সতর্ক করতে বলা হয়েছে।

এ বিষয়ে শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক জানান, 'আজকের শৃঙ্খলা কমিটির সভায় অপরাধের মাত্রা অনুযায়ী কারো আবাসিকতা বাতিল, সাময়িক ছাত্রত্ব বাতিল ও সতর্ক করার সুপারিশ করা হয়েছে।

তিনি জানান, আগামী সিন্ডিকেট সভায় বিষয়গুলো উত্থাপন করা হবে। এবং সেখানে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এছাড়া জালিয়াতি করে ভর্তি হওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতির ভাতিজার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷
news24bd.tv/A