গাজার একটি হাসপাতালে ভয়াবহ বোমা হামলা, নিহত ৫০০

সংগৃহীত ছবি

গাজার একটি হাসপাতালে ভয়াবহ বোমা হামলা, নিহত ৫০০

অনলাইন ডেস্ক

গাজার একটি হাসপাতালে ইসরায়েলের চালানো বিমান হামলায় অন্ততও ৫০০ জন নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে হামাস। তবে এ অভিযোগ অস্বীকার করে নিয়েছে ইসরায়েল। তাদের দাবি, একটি ফিলিস্তিনি ব্যারেজ থেকে এই বিস্ফোরণের সৃষ্টি। খবর আল জাজিরার।

হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধে এটাই একদিনে সর্বোচ্চ মৃতের সংখ্যা। এই হামলার পর খাবার, জ্বালানি এবং বিদ্যুতে অভাবে ভুগতে থাকা গাজাবাসীর জন্য মানবিক উদ্বেগ বেড়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আল-আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালে হাজারো গৃহহীন মানুষ আশ্রয় নিয়েছিল, সেখানেই বোমা হামলা হয়েছে। এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

একজন সার্জন জানান, হামলায় হাসপাতালটির একাংশে আগুন লেগে যায় এবং বহু লোক চাপা পড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক গাজার আল আহলি আরব হাসপাতালে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, প্রাথমিক প্রতিবেদনে শত শত নিহত ও আহত হওয়ার ইঙ্গিত রয়েছে।

এদিকে ইসরায়েলি গির্জার নেতা বলেছেন, ‘বোমা এখনই বন্ধ করতে হবে। এর পক্ষে কোনো যুক্তি থাকতে পারে না। ’

news24bd.tv/SHS