থানার আবাসিক ভবন থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

সংগৃহীত ছবি

থানার আবাসিক ভবন থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে এক পুলিশ কর্মকর্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টায় তথ্যটি নিশ্চিত করেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম।

নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম মিলটন কুন্ড।

তিনি টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। মিলটন কুন্ড নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বুধপাশা বইঘের হাট এলাকার সুজিত চন্দ্র কুন্ডুর ছেলে। চলতি মাসের ৯ তারিখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুবাইল থানা থেকে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন তিনি।

পুলিশ জানায়, মিলটন কুন্ড টঙ্গী পশ্চিম থানা ভবনের ষষ্ঠ তলায় বাস করতেন।

থানার ষষ্ঠ তলায় নিজ রুমের ভেতর থেকে ছিটকানি লাগিয়ে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি। রাত ১০টার দিকে ফ্যানে ঝুলন্ত মিলটনের মরদেহ নামিয়ে আনা হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম জানান, পুলিশ কর্মকর্তা মিলটন কুন্ডর মরদেহ উদ্ধার করা হয়েছে। । তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ।

news24bd.tv/আইএএম