সাবরেজিস্ট্রার পারভীন কারাগারে

সংগৃহীত ছবি

সাবরেজিস্ট্রার পারভীন কারাগারে

অনলাইন ডেস্ক

জমির দলিল জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মামলায় সিলেটের সাবেক সাবরেজিস্ট্রার পারভীন আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ কিউ এম নাসির উদ্দিন এ আদেশ দেন।

পারভীন সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তা নাকচ করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পারভীন বর্তমানে একই পদে চট্টগ্রামে কর্মরত রয়েছেন।

মামলার সূত্রে জানা গেছে, ল্যান্ড লিংক প্রাইভেট লিমিটেড নামের একটি কম্পানির জায়গা ব্যক্তিমালিকানা দেখিয়ে একই দিনে ১২টি দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে একটি পক্ষ। এতে সরকার প্রায় এক কোটি ২৭ লাখ টাকার রাজস্ববঞ্চিত হয়। এ ঘটনায় মামলায় ২২ জনকে আসামি করা হয়।

এতে দ্বিতীয় আসামি ছিলেন পারভীন আক্তার।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেটে দুদকের সরকারি কৌঁসুলি ইবনে আলী মো. লুত্ফুর কিবরিয়া (শামীম)। তিনি বলেন, পারভীন আক্তার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক