গাজার হাসপাতালে বোমা হামলা নিয়ে যা বললো ইসরায়েল 

সংগৃহীত ছবি

গাজার হাসপাতালে বোমা হামলা নিয়ে যা বললো ইসরায়েল 

অনলাইন ডেস্ক

গাজার একটি ব্যাপ্টিস্ট হাসপাতালে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৫০০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের দাবি, ইসরায়েলি বিমান হামলায় ভয়াবহ এই দুর্যোগ নেমে এসেছে।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলার দায় অস্বীকার করে বলেছেন, এটি ‘বর্বর সন্ত্রাসী’দের কাজ। তিনি মূলত, ফিলিস্তিনের ওপর চাপিয়েছেন এই বিস্ফোরণের দায়।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) টুইট করে জানিয়েছে, ইসরায়েলের দিকে চালানো একটি রকেট হাসপাতালের পাশ দিয়ে যাওয়ার সময় ভবনে আঘাত করে।

আইডিএফ বলেছে, বিভিন্ন সূত্রের গোয়েন্দা তথ্য মতে, জঙ্গি সংগঠন ইসলামিক জিহাদ এই ঘটনার জন্য দায়ী।

ইসরায়েলি প্রধানমন্ত্রীড় সিনিয়র উপদেষ্টা মার্ক রেজেভ বিবিসি নিউজকে বলেছেন, সবকিছু এটাই ইঙ্গিত করে যে, এটা ইসরায়েলি হামলা ছিল না, বরং এটি চালিয়েছিল হামাস, যা ঠিক জায়গায় আঘাত করেনি।

এদিকে, হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল-আহলি আল-মামদানি খ্রিস্টান হাসপাতালে আশ্রয় নেওয়া কয়েকশ গৃহহীন মানুষ এই হামলায় নিহত হয়েছেন।

তারা সরাসরি, ইসরায়েলের বিমান হামলাকে এর জন্য দায়ী করেছে।

news24bd.tv/SHS