জেএসসি-জেডিসি পরীক্ষা আজ থেকে

জেএসসি-জেডিসি পরীক্ষা আজ থেকে

জেএসসি-জেডিসি পরীক্ষা আজ থেকে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আজ থেকে সারাদেশে শুরু হচ্ছে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট ( জেডিসি) পরীক্ষা।

বৃহস্পতিবার সকাল ১০টায় সারাদেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় বসছে ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১২ লাখ ২৩ হাজার ৭৩২ এবং ছাত্রী ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ জন।

অর্থাৎ এবার ছাত্রদের তুলনায় দুই লাখ ২২ হাজার ৮৬৯ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে।

মোট দুই হাজার ৯০৩টি কেন্দ্রে ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানে এ পরীক্ষা নেওয়া হবে।  শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশৃঙ্খলা এড়াতে পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২শ’ মিটারের মধ্যে শিক্ষক, ছাত্র, কর্মচারীদের কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। প্রতিবন্ধী পরীক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর আট বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষায় অংশ নেবে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে অংশ নেবে চার লাখ দুই হাজার ৯৯০ জন।  

গত বছর এ পরীক্ষায় অংশ নিয়েছিল ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন শিক্ষার্থী। এবার পরীক্ষার্থী বেড়েছে দুই লাখ এক হাজার ৫১৩ জন।

জেএসসিতে অনিয়মিত পরীক্ষার্থী অংশ নেবে দুই লাখ ৪৬ হাজার ৩৫৩ জন এবং জেডিসিতে অনিয়মিত পরীক্ষার্থী অংশ নেবে ৩৪ হাজার ২৫১ জন। এক থেকে তিন বিষয়ে যারা অকৃতকার্য হয়েছিল তারাও এবার সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষায় অংশ নেবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর