চূড়ান্ত আন্দোলনের ডাক বিএনপির

সংগৃহীত ছবি

চূড়ান্ত আন্দোলনের ডাক বিএনপির

অনলাইন ডেস্ক

নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের এক দফা দাবিতে আজ বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। সমাবেশে নেতাকর্মীরা দলে দলে যোগ দিচ্ছেন। তাদের এক দফা দাবি যদি আগামী ২৪ অক্টোবরের মধ্যে মেনে নেওয়া না হয়, তবে আগামী ২৮ অক্টোবর থেকে মহাসমাবেশের মধ্য দিয়ে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে দলটি। বিএনপির একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

 

বিএনপির ওই সূত্র জানায়, আসতে পারে দুর্গাপূজা শেষে মহাসমাবেশসহ আরও অনেক কর্মসূচি। তফশিল ঘোষণার আগ পর্যন্ত এ ধরনের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি নিয়েই এগিয়ে যেতে চায় দলটি। এতেও সরকার কর্ণপাত না করলে তফশিলের পর লাগাতার ঘেরাও, অবস্থান, অবরোধেরে মতো কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত রয়েছে।  

সূত্র জানায়, চূড়ান্ত পর্যায়ে বেশির ভাগ কর্মসূচি হবে ঢাকাকেন্দ্রিক।

শুরুতে মহাসমাবেশের মতো কর্মসূচি দিয়ে এ কর্মসূচি আরম্ভ করা হবে। তবে শেষ ধাপে তা ঘেরাও আন্দোলনে রূপান্তর ঘটবে। এর মধ্যে ঢাকা ঘেরাও, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, নির্বাচন কমিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ঘেরাওয়ের প্রস্তাব রয়েছে।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক