বৃষ্টিপাত নিয়ে যে আভাস দিলো আবহাওয়া অফিস  

ফাইল ছবি

বৃষ্টিপাত নিয়ে যে আভাস দিলো আবহাওয়া অফিস  

অনলাইন ডেস্ক

আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে ২১ থেকে ২৫ সেপ্টেম্বর বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আজ বুধবার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া ১৯ এবং ২০ অক্টোবর আবহাওয়ার পরিস্থিতি একই থাকবে। তবে পরবর্তী পাঁচ দিনে অর্থাৎ ২১ থেকে ২৪ অক্টোবর বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

এদিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় শূন্য দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া দেশের কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি। একইসময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

news24bd.tv/TR