সেনাবাহিনীর নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড

রাজশাহীতে

সেনাবাহিনীর নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড

রাজশাহী প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে 'বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট' এর রিক্রুট ব্যাচ ২০২৩ এর নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড অনুষ্ঠিত হয়েছে আজ। বুধবার সকাল ৮টার দিকে রাজশাহী সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে এই প্যারেড অনুষ্ঠিত হয়।

এতে ১ হাজার ৩৭২ জন নবীন সৈনিক দেশের পতাকা, মানচিত্র ও সার্বভৌমত্ব রক্ষার্থে শপথ গ্রহণ করেন। প্যারেড শেষে শ্রেষ্ঠ রিক্রুটদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সেনাবাহিনীর লেফট্যানেন্ট জেনারেল মোঃ সাইফুল আলম।

 

এসময় তিনি সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃংখল এবং আধুনিক সাজসজ্জায় সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে তিনি সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য রিক্রুটগণের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন এবং কর্মজীবনে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।  

রিক্রুট ব্যাচ ২০২৩ এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের উর্ধ্বতন সামরিক-অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও, অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

news24bd.tv/TR