গায়েবি শক্তির ওপর ভরসা করলে নির্বাচনী ট্রেন মিস হবে: ইনু

সংগৃহীত ছবি

গায়েবি শক্তির ওপর ভরসা করলে নির্বাচনী ট্রেন মিস হবে: ইনু

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচনী ট্রেন চলা শুরু করছে, তাই বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে রাজপথে দখল-বেদখলের খেলায় মেতে থাকবে নাকি নির্বাচনী ট্রেনে উঠবে।

তিনি বলেন, পুরনো দিনের চেনা চোর ও চেনা খুনিরা সরকার দখলের যে চক্রান্ত করছে তা বাংলার জনগণ রুখে দেবে।

বুধবার দুপুর ১২টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ৩ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে নাজমুল উলূম মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

এসময় জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন এবং জাসদ কেন্দ্রীয় কমিটি সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ ও আহম্মদ আলীসহ স্থানীয় জাসদ নেতৃবৃন্দ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

হাসানুল হক ইনু বলেন, দেশি-বিদেশি গায়েবি শক্তির ওপর আশা করে রাজপথে বসে থাকার চিন্তা করছেন তারা নির্বাচনী ট্রেন মিস করবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক