নির্বাচনকালীন সরকারপ্রধান শেখ হাসিনা, এটা শেষ বার্তা : কাদের

নির্বাচনকালীন সরকারপ্রধান শেখ হাসিনা, এটা শেষ বার্তা : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন শেখ হাসিনা এবং নির্বাচন শেষে জনগণের ভোটে তিনিই হবেন প্রধানমন্ত্রী। এটাই আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপিকে শেষ বার্তা।

বুধবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত শান্তি সমাবেশে আরও বলেন, শেখ হাসিনা থাকলে সুদিন আসবে, গণতন্ত্র থাকবে, দেশে আসবে শান্তি।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, অবরোধ করলেই পাল্টা অবরোধ।

বিএনপিকে কোথাও দাঁড়াতে দেবে না আওয়ামী লীগ।

এই শান্তি সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের জবাবে রাজপথে থাকবে দলের নেতাকর্মীরা।

এসময় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ আর বিএনপির শক্তি বিদেশিরা।

এই রকম আরও টপিক