ব্যাটিং অনুশীলন করল সাকিব, নিতে চায় কোহলির উইকেট

সংগৃহীত ছবি

ব্যাটিং অনুশীলন করল সাকিব, নিতে চায় কোহলির উইকেট

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের খেলা এখনও নিশ্চিত না। তবে টাইগার শিবিরে অন্যতম স্বস্তির কারণ হতে পারে মঙ্গলবার (১৭ অক্টোবর) সাকিবের রানিং ও ব্যাটিং অনুশীলন। প্রায় পৌনে এক ঘণ্টা ব্যাটিং অনুশীলন করার সময় তাকে বেশ সাবলীলই দেখাচ্ছিল।  

এরপর ভারত ম্যাচে নিজের লক্ষ্যের কথাও জানালেন টাইগার এই দলনেতা।

এর মধ্যে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির উইকেটও নিতে চান সাকিব।

ভারতীয় ক্রীড়াভিত্তিক চ্যানেল ‘স্টার স্পোর্টস’-এর সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন সাকিব। এ সময়ে বিরাট কোহলিও সেখানে উপস্থিত ছিলেন।

সাকিবের ভাষ্য, ও (কোহলি) খুব স্পেশাল একজন ব্যাটার।

আমাদের সময়কার সেরা ব্যাটার বলা যেতে পারে। আমি খুব ভাগ্যবান যে ওকে পাঁচবার আউট করতে পেরেছি। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) যদি ওর উইকেট নিতে পারি, সেটা খুবই তৃপ্তির হবে।

এ সময় সাকিবের প্রশংসাও করেন কোহলি। তার ভাষ্য, গত কয়েক বছরে আমি তার বিপক্ষে অনেকবার খেলেছি। সে চমৎকার নিয়ন্ত্রণ করতে পারে। খুব অভিজ্ঞ বোলার। নতুন বল হাতে দারুণ বল করে। সে জানে ব্যাটারদের কীভাবে বোকা বানাতে হয়। অনেক মিতব্যয়ী। এই ধরনের বোলারদের বিপক্ষে খেলতে হলে সেরাটা দিতে হবে। যদি না দিতে পারেন, তাহলে এই বোলাররা আপনার ওপর চাপ তৈরি করবে এবং আউট করার সুযোগ বাড়াবে।