আবারও যে কারণে স্থগিত হলো সেলিব্রিটি ক্রিকেট লিগ 

ফাইল ছবি

আবারও যে কারণে স্থগিত হলো সেলিব্রিটি ক্রিকেট লিগ 

অনলাইন ডেস্ক

দেশের শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। সেলিব্রিটি ক্রিকেট লিগ। মারামারি ও হাতাহাতির ঘটনার জেরে ১৮ দিন পর মাঠে গড়ায় সেলিব্রিটি ক্রিকেট লিগ। কিন্তু গতকাল মঙ্গলবার সকালে শুরু হওয়া সেই খেলা আবার রাতেই বন্ধ হয়ে যায়।

তবে এবার আর মারামারি কিংবা হাতাহাতির মতো কোনো ঘটনায় নয়, দুই দলে নিয়মবহির্ভূত দুজন খেলোয়াড়ের অন্তর্ভুক্তির কারণে বন্ধ হয়েছে এই লিগ। কবে আবার এই খেলা হবে, সে বিষয়ে আজ বুধবার পর্যন্ত কিছুই জানা যায়নি।

জানা গেছে, ১৮ দিন পর মাঠে গড়ানো সিসিএলের সব খেলা এক দিনের মধ্যে শেষ করার উদ্যোগ নিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি।

সেমিফাইনাল জিতে ফাইনালে উঠেছিল পরিচালক সালাহউদ্দিন লাভলু ও নির্মাতা দীপঙ্কর দীপনের দল। কিন্তু ফাইনালের আগেই আবারও বন্ধ হয়ে গেল তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ।

সেলিব্রিটি ক্রিকেট লিগের নিয়মানুযায়ী করপোরেট লিগ খেলেছেন- এমন কেউ খেলতে পারবে না এই লিগ। সালাহউদ্দিন লাভলুর দলের হয়ে রাব্বী এবং দীপঙ্কর দীপনের দলের হয়ে অন্তু নামের দুই অভিনেতা মাঠে নামেন। যাঁরা এর আগে করপোরেট লিগ খেলেছিলেন। বিপক্ষ দল তা মেনে না নেওয়ায় খেলা মধ্যরাতে বন্ধের সিদ্ধান্ত হয়।

মাঠে সেলিব্রিটি ক্রিকেট লিগ আয়োজক কমিটির মাসুদুর রহমানের পক্ষ থেকে জানানো হয়, ‘আগে থেকেই বলা ছিল, যারা করপোরেট লিগে খেলেছে, তারা এই লিগে খেলতে পারবে না। এখানে কেউ ২০১৪ সালে, আবার কেউ ২০১৬ সালে করপোরেট লিগ খেলেছে। আমরা সেটা জানতাম না। ঝামেলা দেখা দেয় সেমিফাইনালের আগে। কে, কত সালে কোথায় খেলেছে, সেসব নথি হাজির করেছে দলগুলো। দুই দলের অভিযোগের কারণে খেলা বন্ধ রয়েছে। আমরা আয়োজক হিসেবে চেষ্টা করেছি শেষ পর্যন্ত খেলানোর। কিন্তু আপাতত সেটা হচ্ছে না। এর মধ্যে আমাদের কিছু ব্যর্থতা আছে। আমরা সেটা মেনে নিচ্ছি। পরে কোনো এক সময় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ’

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর রাতে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের খেলা চলাকালে মাঠে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার খেলা শুরু হয়। ম্যাচ শেষে আবার উত্তেজিত হয়ে পড়ে দুই দলের খেলোয়াড়েরা, যা একটা পর্যায়ে মারামারিতে রূপ নেয়।  

news24bd.tv/TR