গাজায় ত্রাণ সরবরাহে রাফাহ ক্রসিং খুলে দেবে মিশর

চিকিৎসা ও খাবারের অভাবে গাজায় অসহায় বাসিন্দারা, ছবি : ইন্টারনেট।

গাজায় ত্রাণ সরবরাহে রাফাহ ক্রসিং খুলে দেবে মিশর

অনলাইন ডেস্ক

গাজায় ত্রাণ সহায়তা পৌঁছাতে রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দিতে রাজি হয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। যেখানে ত্রাণবাহী ২০টি পর্যন্ত ট্রাক যেতে পারবে।

বিবিসি জানিয়েছে, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ও আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন রাফাহ টার্মিনাল ব্যবহার করে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে একমত হয়েছেন,” দেশটির প্রেসিডেন্টের একজন মুখপাত্র আহমেদ ফাহমি এক বিবৃতিতে একথা বলেছেন।

বুধবার ইসরায়েলের সাথে সংহতি জানিয়ে দেশে ফিরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

তবে মধ্যপ্রাচ্যের পথে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বৃহস্পতিবার সকালেই ইসরায়েলে পৌঁছানোর কথা রয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, গাজার হাসপাতালে হামলার ঘটনায় মৃতের সংখ্যা আরও বেড়েছে এবং এ পর্যন্ত ৪৭১ জন মারা গেছে। তবে হাসপাতালে বিস্ফোরণের সাথে নিজের সম্পৃক্ততার খবর প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।

news24bd.tv/FA