লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা

লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা

অনলাইন ডেস্ক

লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ এমন দাবি করেছে। তবে এ নিয়ে বিশদ কোনো তথ্য তারা দেয়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভোরের দিকে লেবাননের দক্ষিণে দুটি গ্রাম এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

গ্রাম দুটি হলো কাফল শুবা ও ওদেইশেহর। ওদেশার কাছে কাফল শুবায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

উল্লেখ্য, হামাসের মতো হিজবুল্লাহকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তাদের সহযোগীরা। ইরান সমর্থিত এই সংগঠনটির লেবাননে শক্ত সামরিক ও রাজনৈতিক উপস্থিতি আছে।

২০০৬ সালে তারা ইসরায়েলের সাথে ভয়াবহ যুদ্ধে লিপ্ত হয়েছে যাতে প্রায় বারশো মানুষ নিহত হয়েছিলো।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক