ভারতের বিপক্ষে কেন ভালো খেলতে বাড়তি প্রেরণা পান জানালেন মিরাজ

ফাইল ছবি

ভারতের বিপক্ষে কেন ভালো খেলতে বাড়তি প্রেরণা পান জানালেন মিরাজ

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচের আগে আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, ভারতের বিপক্ষে কেন ভালো খেলতে বাড়তি প্রেরণা পান তিনি।  

মিরাজ বলেন, ‘ভারত বর্তমানে খুবই ভালো দল। বিশ্বকাপ তাদের দেশেই হচ্ছে।

তাই ভারতের খেলা সবাই দেখছে। ভারতের সঙ্গে যদি ভালো খেলি, তাহলে সেটা অবশ্যই আমার এবং দলের জন্য দারুণ। '

ভারতের বিপক্ষে দারুণ পরিসংখ্যান মিরাজের। ৬ ম্যাচে ব্যাট করে ৫৭ গড়ে করেছেন ২২৮ রান।

সেঞ্চুরি আছে একটি। ২০১৮ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিং অর্ডার বদলে 'মেইক শিফট' ওপেনারের ভূমিকা পালন করেন মিরাজ। এরপর দলের প্রয়োজন নিয়মিত ব্যাটিং অর্ডার পরিবর্তন করছেন তিনি। এবারের বিশ্বকাপে ওপরের দিকেই খেলতে দেখা যাচ্ছে মিরাজকে।
এসবের জন্য সবসময় প্রস্তুত থাকেন বলে জানালেন মিরাজ।

মিরাজ বলেন, ‘‘আমি সবসময় দলের কথা চিন্তা করি। অবশ্যই দল জানতে চায়, আমি কোন পজিশনে আরো ভালো করব। কখনো ওপেনিংয়ে ব্যাটিং করতে হয়, কখনো মিডল অর্ডারে ব্যাটিং করতে হয়। কোচ সবসময় বলেন, ‘সব পজিশনে ব্যাটিং করার জন্য তৈরি থাকতে।


 

এই রকম আরও টপিক