তামিমের উড়ন্ত সূচনা, পুনেতে বাংলাদেশের দাপট

সংগৃহীত ছবি

তামিমের উড়ন্ত সূচনা, পুনেতে বাংলাদেশের দাপট

অনলাইন ডেস্ক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় মাথাব্যথার ওপেনিং জুটি। তানজিদ হাসান তামিম এবং লিটন দাস দলকে শুরুতেই বিপদে ফেলে হাঁটতেন সাজঘরের পথে। তবে পুনেতে আজ ভারতের বিপক্ষে দলকে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন এ জুটি। প্রথম পাওয়ারপ্লে নিরাপদেই কাটিয়ে দিয়েছে তারা।

স্কোরবোর্ডে উঠে গেছে ৬৩ রান।

আজ বৃহস্পতিবার চোটে থাকা সাকিব আল হাসানের পরিবর্তে টস করতে নামেন নাজমুল হোসেন শান্ত। টসে জিতে তিনি নেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। প্রথম ৫ ওভারে ভারতীয় বোলারদের বেশ সমীহ করে খেলেন লিটন এবং জুনিয়র তামিম।

আসে মোটে ১০ রান। লিটন রানের খাতা খোলেন মুখোমুখি হওয়া ১৪তম বলে।

প্রথম ৫ ওভার বেশ দেখেশুনে খেলার পর হাত খোলেন লিটন-তামিম। দ্রুত গতিতে রান তুলতে থাকেন। ফলে শেষ ৫ ওভারে আসে ৫৩ রান।

এদিকে, বাংলাদেশের দুর্দান্ত শুরুর দিনে বড় বিপদে পড়েছে ভারত। নবম ওভারে বোলিংয়ের সময় চোটে পড়েছেন হার্দিক পান্ডিয়া। ৩ বল করেই মাঠ ছেড়েছেন তিনি। তার ওই অসমাপ্ত ওভার শেষ করেন বিরাট কোহলি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭২ রান। লিটন অপরাজিত আছেন ২৮ রান করে। জুনিয়র তামিম ৩৫ বলেই করে ফেলেছেন ৪২ রান।

news24bd.tv/SHS