তানজিদের প্রথম ফিফটি, ফিরলেন লিটনকে নিয়ে ইতিহাস গড়ে

সংগৃহীত ছবি

তানজিদের প্রথম ফিফটি, ফিরলেন লিটনকে নিয়ে ইতিহাস গড়ে

অনলাইন ডেস্ক

ওপেনিং জুটিতে চরম রান সংকটে ভোগা বাংলাদেশ আজ ভারতের বিপক্ষে পেয়েছে দুরন্ত সূচনা। দলকে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। শুরুটা দেখেশুনে করলেও পাওয়ারপ্লের শেষদিকে টি২০ সুলভ ক্রিকেটে রান তুলেছেন এ দুই ওপেনার। এসময় কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৬৩ রান তুলে ফেলেন তারা।

এদিকে, মারকুটে ব্যাটিংয়ে দলকে দুরন্ত সূচনা এনে দেওয়া তানজিদ তামিম তুলে নিয়েছেন আন্তর্জাতিক ওয়ানডেতে নিজের প্রথম ফিফটি। ৪১ বলে এ মাইলফলকে পৌঁছান জুনিয়র তামিম। যদিও ফিফটি তুলে নেওয়ার পরেই সাজঘরে ফিরেছেন তিনি। কুলদীপ যাদব নিজেদের তৃতীয় ওভারে এসে ফেরান এ বাঁহাতি ওপেনারকে।

লেফ বিফোরের ফাঁদে পড়েন তানজিদ। আউট হওয়ার আগে ৪৩ বলে ৫১ রান করেন তিনি।  

এর আগে, ফিফটির পথে লিটন দাসকে নিয়ে অনন্য এক ইতিহাস গড়েছেন তামিম। বিশ্বকাপ ক্রিকেটে এতদিন বাংলাদেশের পক্ষে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান ছিল ৬২। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সেই জয়ের দিনে নর্দাম্পটনে এ জুটি গড়েন মেহরাব হোসেন এবং শাহরিয়ার হোসেন। তাদের সেই রেকর্ড ভেঙেই নতুন করে লিখলেন লিটন-তানজিদ জুটি।  

এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ১৫ ওভারে বাংলাদেশ স্কোরবোর্ডে তুলেছে ৯৪ রান। উইকেটে নতুন আসা নাজমুল হোসেন শান্তকে নিয়ে ব্যাট করছেন ৩৯ রান করা লিটন।

news24bd.tv/SHS