শান্ত ফেরার পর লিটনের ফিফটি 

সংগৃহীত ছবি

শান্ত ফেরার পর লিটনের ফিফটি 

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে ‘গোল্ডেন ডাক’ এর পর ভারতের বিপক্ষে ফিফটির দেখা পেলেন লিটন দাস। লিটন রানে ফিরলেও ব্যর্থতা কাটাতে পারছেন না নাজমুল হোসেন শান্ত। ওপেনার তানজিদ হাসান তামিমের পর সাজঘরে ফিরে গেছেন ভারতে বিপক্ষে আজ দলকে নেতৃত্ব দেওয়া শান্ত।  

এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ২৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১১৮ রান।

উইকেটে আছেন লিটন এবং মেহেদী হাসান মিরাজ।  

ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলার পর কিউইদের বিপক্ষে খেই হারান লিটন। এরপর বিতর্কিত এক কাণ্ডে জড়িয়ে পড়েন প্রচণ্ড সমালোচনার মুখে। সেই চাপেই কি-না, পুনেতে আজ ভারতের বিপক্ষে তার শুরুটা ছিল খুব সাবধানী।

প্রথম ১৩ বলে কোনো রানই নেননি তিনি। ১৪তম বলে খোলেন রানের খাতা। এরপর সুযোগ বুঝেই রান তুলেছেন, খেলেছেন দারুণ কিছু শট।

এ বিশ্বকাপে নিজের দ্বিতীয় ফিফটি লিটন তুলে নেন ৬২ বলে। কুলদীপ যাদবের বলে সিঙ্গেলস নিয়ে ফিফটির মাইলফলক স্পর্শ করেন তিনি। তবে তার ফিফটির আগেই ফিরে যান শান্ত। ৮ রান করেই ফেরেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক। তানজিদের মতো তিনিও এলবিডব্লুউ হন। তার উইকেটটি তুলে নেন রবীন্দ্র জাদেজা।

এর আগে, অভিষেক ফিফটি তুলে নেওয়ার পর লেগ বিফোরের ফাঁদে পড়েন ওপেনার তানজিদ তামিম। ৪৩ বলে ৫১ রানের ইনিংস খেলে তিনি ধরেন সাজঘরের পথ। ভারতকে গুরুত্বপূর্ণ উইকেটটি এনে দেন কুলদীপ। এতে করে ভাঙে বাংলাদেশের ৯৩ রানের উদ্বোধনী জুটি।

news24bd.tv/SHS