শত্রুর ভয় থেকে রক্ষা পেতে যে দোয়া পড়া সুন্নত

প্রতীকী ছবি

শত্রুর ভয় থেকে রক্ষা পেতে যে দোয়া পড়া সুন্নত

অনলাইন ডেস্ক

সব সময় আল্লাহর ওপর নির্ভর করা মুমিনের কর্তব্য। কারণ তিনিই মানুষকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করতে পারেন। তাই রাসুল (সা.) কারো অত্যাচারের আশঙ্কা করলে একটি দোয়া পড়তেন। তা হলো- 

اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِم، وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউজুবিকা মিন শুরুরিহিম।

 
অর্থ : হে আল্লাহ, আমরা আপনাকে তাদের গলদেশে রাখছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি।

হাদিস : আবু মুসা (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) যখন কোনো দলকে ভয় করতেন তখন তিনি উল্লিখিত দোয়াটি পড়তেন। (আবু দাউদ, হাদিস : ১৫৩৭)

এই রকম আরও টপিক