গুরুত্বপূর্ণ সময়ে উইকেট দিলেন মুশফিক 

সংগৃহীত ছবি

গুরুত্বপূর্ণ সময়ে উইকেট দিলেন মুশফিক 

অনলাইন ডেস্ক

ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে এসে উইকেট দিলেন মুশফিকুর রহিম। শেষ ১০ ওভারে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে রান বাড়ানোর তাড়নায় জাসপ্রীত বুমরাহকে উইকেট দিয়েছেন তিনি। মুশফিকের আগে নিজের উইকেট বিলিয়ে আসেন তাওহীদ হৃদয়ও। ফলে বড় সংগ্রহের স্বপ্নে বড় ধাক্কা লেগেছে বাংলাদেশের।

 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ৪৩ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০৫ রান। উইকেটে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাসিম আহমেদ।   

পুনেতে ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে হাজার রান করার পর মুশফিক ছিলেন ফিফটির পথে। তবে এবারের বিশ্বকাপে তৃতীয় ফিফটি তুলে নিতে পারেননি তিনি।

বুমরাহর বলে কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট রবীন্দ্র জাদেজার দুর্দান্ত ক্যাচের শিকার হন তিনি। ৩৮ রান আসে তার ব্যাট থেকে।

এর আগে, বেশ স্লথ গতিতে ইনিংস শুরু করা তাওহীদ হৃদয় বিলিয়ে আসেন নিজের উইকেট। শারদুল ঠাকুরের বল স্লগ করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফেলেন তিনি। মিড উইকেটে তিনি ধরা পড়েন শুভমন গিলের হাতে। নিজেকে হারিয়ে খোঁজা হৃদয় ৩৫ বলে করেন মাত্র ১৬ রান।

news24bd.tv/SHS