কাশিমপুর কারা ফটক থেকে জঙ্গি সদস্য গ্রেপ্তার

সংগৃহীত ছবি

কাশিমপুর কারা ফটক থেকে জঙ্গি সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটক থেকে নব্য প্রতিষ্ঠিত জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার পলাতক এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা পৌনে ১১ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জঙ্গি সংগঠনের সদস্য হলেন পাবনার আতাইকুলা থানার কইজুরি শ্রীপুর এলাকার হাবিব মণ্ডলের ছেলে মাহতাব ইসলাম (৩২)।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটক থেকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। গ্রেপ্তার মাহতাব কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আটক তার স্ত্রী শাপলা খাতুন এবং কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আটক তার শ্যালক মোহাম্মদ আল মামুনের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে কারাগারের সামনে গিয়েছিলেন।

গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের কোনাবাড়ী জোনের সরকারি কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্দেহমূলকভাবে তাকে আটক করা হয়। পরে বিভিন্নভাবে যাচাই বাছাই করে জানা যায় তিনি জঙ্গি সংগঠনের সদস্য।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

news24bd.tv/কেআই