জামিন মিললো না, কারাগারে বিএনপির ১৩৪ নেতাকর্মী

সংগৃহীত ছবি

জামিন মিললো না, কারাগারে বিএনপির ১৩৪ নেতাকর্মী

অনলাইন ডেস্ক

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ১৩৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া অস্ত্র আইনের মামলায় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়া উদ্দীন বাসিতের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, রমনা থানাধীন হোটেল মেরিনা ইন্টারন্যাশনাল লি.-এ অভিযান চালিয়ে জিয়া উদ্দীন বাসিতকে অস্ত্রসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

রমনা থানাধীন এলাকা থেকে বিস্ফোরকদ্রব্যসহ প্রেপ্তার ৫০ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া পল্লবীতে একজন, কাফরুলে দুজন, ওয়ারীতে ১১ জন, ক্যান্টনমেন্টে একজন, খিলক্ষেতে চার জন, নিউমার্কেটে একজন, মোহাম্মদপুরে একজন, শেরেবাংলায় পাঁচ জন, মিরপুরে সাতজন, বনানীতে ১৩ জন, গুলশানে আটজন, ভাটারায় তিনজন, চকবাজারে তিনজন, লালবাগে পাঁচজন, শ্যামপুরে পাঁচজন, কদমতলীতে চারজন, উত্তরা পূর্বে তিনজন, উত্তরা পশ্চিমে একজন, বিমানবন্দরে একজন, যাত্রাবাড়ী তিনজন ও ডেমরায় দুজনকে কারাগারে পাঠানো হয়ছে।

কারাগারে যাওয়া আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- আবু সাইদ মো. রায়হান জনি, রুবেল, জসিম উদ্দিন, নুরুল আমিন, মাঈন উদ্দিন, লিটন মিয়া, মঈন উদ্দিন, আরশেদ আলী, সুলদান মাহমুদ, শহিদুল ইসলাম, গোলাম মোস্তফা, জাহাঙ্গীর, আমজাদ হোসেন, মাহবুল, কামাল হোসেন, লিয়াকত, সাঈদ, সোহেল, আশরাফ হোসেন, মোফাজ্জল হোসেন, আলী আকবর, মনছুর তালুকদার, মনজিল, মুনিরুজ্জামান, তানজিল, সোহেল, মোতালেব, আনোয়ার হোসেন, হায়দার আলী, সেকেন্দার আলী প্রমুখ।

news24bd.tv/আইএএম