রোহিতকে ফিরিয়ে হাসানের ব্রেকথ্রু, ১ ওভারে খরচ ২৩ রান

সংগৃহীত ছবি

রোহিতকে ফিরিয়ে হাসানের ব্রেকথ্রু, ১ ওভারে খরচ ২৩ রান

অনলাইন ডেস্ক

বাংলাদেশের দেওয়া ২৫৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে পুনেতে ঝড় তুলেছে ভারত। রোহিত শর্মা এবং শুভমন গিলের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারছিলেন না মুস্তাফিজ-শরীফুলরা। তবে হাসান মাহমুদ ব্রেকথ্রু এনে দিয়েছেন বাংলাদেশকে। এই পেসার ফিরিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে।

 

লক্ষ্য আহামরি বড় না হলেও, পুনেতে ঝোড়ো শুরুই করেন রোহিত-শগিল। বিনা উইকেটেই পাওয়ারপ্লেতে ৬৩ রান তুলে ফেলে এ জুটি।

পাওয়ারপ্লে শেষ হতে রান তোলার গতি আরও বাড়ায় রোহিত-গিল। যেটাই কাল হয় রোহিতের জন্য।

হাসান মাহমুদকে ওভারে টানা দ্বিতীয় ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ধরা পড়েন রোহিত। ভাঙে গিলের সঙ্গে তার ৮৮ রানের জুটি। সাজঘরে ফেরার আগে ৭ চার আর ২ ছক্কায় ৪০ বলে ৪৮ রান করেন রোহিত।  

ইনিংসের ১৩তম ওভারে দলকে ব্রেকথ্রু এনে দিলেও, এই ওভারে দুই নো বলে ২৩ রান খরচ করেছেন হাসান।

এদিকে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ১৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ১১১ রান। উইকেটে রয়েছেন শুভমন গিল এবং বিরাট কোহলি।

news24bd.tv/SHS