গাজায় ত্রাণ পৌঁছাতে সীমান্ত ক্রসিং খুলে দিচ্ছে মিসর

সংগৃহীত ছবি

গাজায় ত্রাণ পৌঁছাতে সীমান্ত ক্রসিং খুলে দিচ্ছে মিসর

অনলাইন ডেস্ক

মিসরের প্রেসিডেন্ট গাজায় ত্রাণ সহায়তা পৌঁছাতে একটি সীমান্ত ক্রসিং খুলে দিতে রাজি হয়েছেন, যেখানে ত্রাণবাহী ২০টি পর্যন্ত ট্রাক যেতে পারবে।  

এদিকে ২৭ টন ত্রাণ সহায়তা নিয়ে রাশিয়ার একটি উড়োজাহাজ মিসরের এল-আরিশের উদ্দেশে রওনা হয়েছে। এগুলো সীমন্ত ক্রসিং দিয়ে গাজায় পৌঁছাবে।  

ওদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, গাজার হাসপাতালে হামলার ঘটনায় মৃতের সংখ্যা আরও বেড়েছে এবং এ পর্যন্ত ৪৭১ জন মারা গেছে।

হাসপাতালে বিস্ফোরণের সাথে নিজের সম্পৃক্ততার খবর প্রত্যাখ্যান করেছে ইসরায়েল এবং প্রেসিডেন্ট জো বাইডেনও ইসরায়েলের এ অবস্থানকে সমর্থন করেছেন।

যদিও হামাস তাৎক্ষণিকভাবে ওই ঘটনার জন্য ইসরায়েলকেই দায়ী করেছিল। তবে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফের অভিযোগ ফিলিস্তিনিদের ছোড়া রকেট লক্ষ্যভ্রষ্ট হয়ে ঘটনাটি ঘটেছে।

তবে আরব বিশ্বের অনেক দেশই হামাসের মতো ইসরায়েলকেই ওই হামলার জন্য দোষারোপ করেছে এবং আরব নেতারা প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তাদের বৈঠকও বাতিল করেছেন।

news24bd.tv/আইএএম