বাংলাদেশকে উড়িয়ে দিয়েও শীর্ষে ওঠা হলো না ভারতের

সংগৃহীত ছবি

বাংলাদেশকে উড়িয়ে দিয়েও শীর্ষে ওঠা হলো না ভারতের

অনলাইন ডেস্ক

আবারও প্রতিপক্ষকে উড়িয়ে দিলো ভারত। তুলে নিলো এবারের বিশ্বকাপে টানা চতুর্থ জয়। আজ পুনেতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। তবে টানা চার জয়েও পয়েন্ট টেবিলের শীর্ষে আসতে পারলো না বিশ্বকাপের আয়োজকরা।

এখনো দুইয়েই আছে ভারত।

রাউন্ড রবিন লিগে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে ভারত। এরপর আফগানিস্তান, পাকিস্তানের পর আজ বাংলাদেশ - তিনটি ম্যাচই ভারত জিতেছে বড় ব্যবধানে। তুলে নিয়েছে পূর্ণ ৮ পয়েন্ট।

তারপরও নিউজিল্যান্ডকে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে হটাতে পারলো না তারা।  

ভারতের মতোই টানা ৪ জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে নিউজিল্যান্ড। তাদের শীর্ষে থাকার কারণ নেট রানরেট। ৪ ম্যাচ শেষে কিউইদের নেট রানরেট ১ দশমিক ৯২। ভারত এই হিসাবেই পিছিয়ে সামান্যতম ব্যবধানে। তাদের নেট রানরেট ১ দশমিক ৬৫।  

তবে পরের ম্যাচেই ভারতের সামনে সুযোগ শীর্ষস্থান নিউজিল্যান্ডের কাছ থেকে কেড়ে নেওয়ার। বিশ্বকাপে ভারতের পরের প্রতিপক্ষ এই কিউইরা। আগামী ২২ অক্টোবর রোববার হিমাচল প্রদেশের ধর্মশালায় দল দুটি মাঠে নামবে। কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত না হলে দুই দলের পয়েন্টেও ব্যবধান আসবে।

news24bd.tv/SHS