শচীনকে ছোঁয়ার আরও কাছে কোহলি

সংগৃহীত ছবি

শচীনকে ছোঁয়ার আরও কাছে কোহলি

অনলাইন ডেস্ক

মাঝে ১০২০ দিন ছিলেন সেঞ্চুরিহীন। তখন বলা হচ্ছিল, সব ফরম্যাট মিলিয়ে শচীন টেন্ডুলকারের ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড আর ভাঙা হচ্ছে না বিরাট কোহলির। সেই সেঞ্চুরি খরা কাটিয়ে কোহলি গত এক বছরে নামের পাশে যোগ করেছেন আরও সাতটি সেঞ্চুরি। ব্যাট হাতে আবারও দুর্দান্ত ছন্দে ফিরলেও এখনো অনেকের সন্দেহ, 'সেঞ্চুরির সেঞ্চুরি' হয়তো করা হবে না তার!

কোহলি আদৌ 'ক্রিকেট ইশ্বরের' রেকর্ড ভাঙতে পারবেন কি-না, সময়ই তা বলে দেবে।

তবে তার আগে শুধু ওয়ানডে সেঞ্চুরির সংখ্যায় কোহলি যে খুব শিগগিরই শচীনকে ছাড়িয়ে যাচ্ছেন, তা প্রায় নিশ্চিত।

আজ পুনেতে সেঞ্চুরি করে বাংলাদেশের বিপক্ষে ভারতকে ৭ উইকেটের জয় এনে দিয়েছেন কোহলি। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ৪৮তম সেঞ্চুরি। সব ফরম্যাট মিলিয়ে ৭৮তম।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক শচীন। ভারতের হয়ে ৪৬৩ ওয়ানডে ম্যাচে ৪৯টি সেঞ্চুরি করেন এই কিংবদন্তি ক্রিকেটার। কোহলি মাত্র ২৮৫ ম্যাচ খেলেই করে ফেলেছেন ৪৮ সেঞ্চুরি। অর্থাৎ, আর মাত্র একটি সেঞ্চুরি করলেই শচীনকে ছুঁয়ে ফেলবেন তিনি। দুটি করলে ছাড়িয়ে যাবেন তাকে।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে যে ফর্মে আছেন কোহলি, কে জানে, এই বিশ্বকাপেই না শচীনকে ছাড়িয়ে ওয়ানডে সেঞ্চুরির সিংহাসনে বসে পড়েন তিনি!

news24bd.tv/SHS