ইরানি আহ্বানে সাড়া নেই ওপেকের

ইরানি আহ্বানে সাড়া নেই ওপেকের

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনির সঙ্গে যুদ্ধের ইস্যুতে ইসরাইলের ওপর তেল নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে যে আহবান রেখেছিল ইরান তাতে সাড়া দেয়নি উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক। এদিকে জ্বালানি তেলের সরবরাহ বাড়াতে ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে বৈশ্বিক তেলের বাজার স্থিতিশীল করার জন্য সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়েছে বিশ্বের চতুর্থ বৃহত্তম অপরিশোধিত তেলের ক্রেতা জাপান।

এসব নানা কূটনৈতিক তৎপরতায় একদিনের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম বৃহষ্পতিবার (১৯ অক্টোবর) এক শতাংশ কমেছে।

২০২৪ সালের সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ভেনেজুয়েলার সরকার ও দেশটির রাজনৈতিক বিরোধীদের মধ্যে একটি সমঝোতা হয়েছে।

এরপর পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সদস্য ভেনেজুয়েলার জ্বালানি খাতে লেনদেনের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র। এতে অপরিশোধিত তেলের সরবরাহ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

গাজায় সংঘাতের কারণে ইসরায়েলের ওপর তেল নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছিলো ইরান।

 অন্যদিকে বিশ্বের বৃহত্তম তেল ভোক্তা যুক্তরাষ্ট্র প্রত্যাশার চেয়ে বেশি ইনভেন্টরি ড্র য়ের খবর দেওয়ার পর বৈশ্বিক সরবরাহ ব্যাহত হওয়ার উদ্বেগ তৈরি হয়। আশঙ্কা থেকে তেলের দাম প্রায় ২ শতাংশ বাড়ে।

রয়টার্স জানাচ্ছে সদস্য দেশ ইরানের আহ্বানে সাড়া দেয়নি ওপেক। ফলে বৃহষ্পতিবার ব্রেন্ট ক্রুড ফিউচার্স  ১ ডলার বা ১.১% হ্রাস পেয়ে ব্যারেল প্রতি ৯০.৫০ ডলার দাঁড়িয়েছে। ডব্লুটিআই ক্রুডের দাম ব্যারেল প্রতি ৮৭.৩৯ ডলারে দাঁড়িয়েছে অর্থাৎ ৯৩ সেন্ট বা ১.১% হ্রাস পেয়েছে।

এই রকম আরও টপিক