ওয়ার্নার-মার্শের জোড়া শতকে উড়ছে অস্ট্রেলিয়া, অসহায় পাকিস্তান

সংগৃহীত ছবি

ওয়ার্নার-মার্শের জোড়া শতকে উড়ছে অস্ট্রেলিয়া, অসহায় পাকিস্তান

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার দুই ওপেনার জোড়া শতক তুলে নিয়েছেন। মিশেল মার্শ ও ডেভিড ওয়ার্নারের দ্বৈত শতকে বড় সংগ্রহের পথে আগাচ্ছে অজিরা। এরইমধ্যে ৯০ বলে ১০৯ রানের ইনিংস খেলেছেন ওয়ার্নার। আর মার্শও অপরাজিত আছেন ১০৪ বলে ১০৯ রানে।

টানা দুই হারের পর শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পাওয়া অজিরা চতুর্থ ম্যাচেও ছুটছে দুরন্ত গতিতে।

ভারতের বেঙ্গালুরুতে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের পাত্তা দিচ্ছে না দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিশেল মার্শ। কোন ইউকেট না হারিয়ে ৩৩ ওভার শেষে ২৪৫ রান করেছে অস্ট্রেলিয়া।

এতে করে বড় সংগ্রহের দিকে ছুটছে ক্যাঙারু রাজ্য।

টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আগের ম্যাচে ভারতের কাছে তুলোধুনো হওয়া পাকিস্তানের বোলাররা আজকের ম্যাচেও সুবিধা করতে পারছেন না।

ওয়ার্নার-মার্শের লাগাম টানতে রীতিমতো ব্যর্থ হচ্ছেন হাসান আলি ও শাহিন শাহ আফ্রিদিরা। ওয়ার্নারের সহজ ক্যাচ ছেড়েছিলেন উসমান মির। তারপর থেকে আরো বিধ্বংসী হয়ে ওঠেন এই অজি ব্যাটার।  

news24bd.tv/কেআই