বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক

সংগৃহীত ছবি

বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক

অনলাইন ডেস্ক

গাজাসহ ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় বাংলাদেশে আজ শনিবার (২১ অক্টোবর) জাতীয় শোক পালন করা হচ্ছে। গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক ঘোষণা করা হয়।   

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, গাজাসহ ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় ইসরায়েলের দখলদার বাহিনীর বর্বোরচিত হামলায় জাতীয় শোক পালন করা হবে।

এছাড়া গতকাল শুক্রবার বাদ জুমা নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতের সুস্থতায় বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।  

শোক পালন উপলক্ষে আজ বাংলাদেশের সব সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্থনমিত রাখা হবে।  

news24bd.tv/আইএএম