‘শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনায় ৪ জন দায়ী’

সংগৃহীত ছবি

‘শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনায় ৪ জন দায়ী’

অনলাইন ডেস্ক

রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনায় চার জনকে দায়ী করেছে তদন্ত কমিটি। তারা হলেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) আজিজুল হক, পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদ, শাহবাগ থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (অপারেশনস) মো. গোলাম মোস্তফা ও এডিসি হারুনের দেহরক্ষী মো. আলী হোসেন। এ ছাড়া পরোক্ষভাবে এ ঘটনায় অনেকের দায় রয়েছে বলেও গণমাধ্যমকে বলেছে কমিটি।  

এই ঘটনা এড়ানোর অনেক সুযোগ ছিল বলে মনে করে তদন্ত কমিটি।

সরকার এ ঘটনায় বেশ বিব্রত বলেও জানায় কমিটি। কমিটি বলছে, এপিএস আজিজুল হক তাঁর স্ত্রী পুলিশের এডিসি সানজিদা আফরিনের সঙ্গে এডিসি হারুনকে দেখে সন্দেহের বশবর্তী হয়ে শারীরিকভাবে আঘাত না করে তাৎক্ষণিকভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে এ ঘটনা এড়ানো যেত। অন্যদিকে, এডিসি হারুন সুশৃঙ্খল বাহিনীর সদস্য হয়েও ছাত্রলীগ নেতাদের থানায় এনে মারধর করে ঘটনাটি জটিল করেছেন।  

তদন্ত কমিটির সদস্য এডিসি শাহেন শাহ্ বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তদন্ত শেষ পর্যায়ে।

তবে এখনো প্রতিবেদন জমা দেওয়া হয়নি।  

news24bd.tv/আইএএম