ব্রেস্ট সংক্রান্ত ফ্রি হেলথ চেকআপের সুযোগ  

ব্রেস্ট সংক্রান্ত ফ্রি হেলথ চেকআপের সুযোগ  

অনলাইন ডেস্ক

ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সচেতনতা তৈরি ও প্রতিকার নিশ্চিত করতে বিশ্বব্যাপী প্রতি বছর অক্টোবর মাসটিকে ‘ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস’ হিসেবে পালন করা হয়, যা ‘পিংক অক্টোবর’ হিসেবে বিবেচিত। এর ধারাবাহিকতায় ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্পের ঘোষণা দিয়েছে ঢাকার ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার।  এই ফ্রি হেলথ চেকআপের আওতায় থাকবে ব্রেস্ট সেলফ অ্যাসেসমেন্ট, ব্লাড প্রেসার, পালস টেস্ট, সুগার টেস্ট, হাইট ওয়েট, ডক্টর কাউন্সিলিং।

শনিবার পিংক অক্টোবর উপলক্ষে ঢাকায় একটি র‌্যালির আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

র‌্যালি শেষে ৭দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পের ঘোষণা দেওয়া হয়। ক্যাম্পেইনের অংশ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ অক্টোবর মাসের ২১ তারিখকে ‘পিংক ডে’ হিসেবে উদযাপনের উদ্যোগ নেয়।

এ উপলক্ষে সকালে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার থেকে একটি র‌্যালি বের হয়ে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

 

এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকগণ বলেন, অনেক নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন। কিন্ত প্রাথমিক পর্যায়ে এই রোগ শনাক্ত হলে এবং সঠিক সময়ে চিকিৎসা করানো হলে এই রোগ থেকে পুরোপুরি সেরে ওঠা সম্ভব। তাই প্রত্যেক নারীর উচিত মাসে অন্তত একবার মাসিক পরবর্তী সময়ে ব্রেস্ট সেল্ফ অ্যাসেসমেন্ট করা এবং ৩৫ বছরের পর বছরে একবার হলেও নিয়ম করে স্ক্রিনিং করা। প্রাথমিকভাবে স্তন ক্যান্সার শনাক্ত করা গেলে মৃত্যুর হার কমবে। তাই সুস্থ থাকতে সচেতনতার কোনো বিকল্প নেই।

ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম বলেন, সচেতনতা বাড়াতেই নারীদের সম্মানে হাসপাতালের পক্ষ থেকে এই ফ্রি হেলথ চেকআপের আয়োজন করা হয়েছে। আশা করি, প্রত্যেকে এই ফ্রি হেলথ চেকআপে অংশ নিবেন এবং জেনে নিতে পারবেন তারা সুস্থ রয়েছেন কিনা। ’

তারা জানান, ব্রেস্ট সংক্রান্ত যে কোনো জটিলতায় ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবার সুযোগ রয়েছে। এই হাসপাতালের ব্রেস্ট সেন্টারে মেমোগ্রাম, আল্ট্রাসনোগ্রাম, ব্রেস্ট হেলথ স্ক্রিনিং, অনকোপ্লাস্টিক এন্ড রিকন্সট্রাক্টিভ ব্রেস্ট সার্জারি, প্রসিডিউরস (ইউএসজি গাইডেড কোর বায়োপসি ও সিটি স্কান) প্রভৃতি সুবিধা রয়েছে।  ফ্রি হেলথ চেকআপে অংশ নিতে যোগাযোগ : ২৬ গ্রীন রোড, ঢাকা। হটলাইন : ১০৬৬৪ 

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর