'রাজনৈতিক স্বদিচ্ছা না থাকলে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ সম্ভব না'

প্রতীকী ছবি

'রাজনৈতিক স্বদিচ্ছা না থাকলে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ সম্ভব না'

হাসান ওয়ালী

রাজনৈতিক স্বদিচ্ছা না থাকলে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করা সম্ভব না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি ব্যারিস্টার শেখ হাসান আরিফ। আজ শনিবার সকালে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন আয়োজিত একসেস্ টু জাস্টিস শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

হাইকোর্ট বিভাগের এই বিচারক বলেন, বিটিআরসির মনিটরিং না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা বাড়ছে। সাংস্কৃতিক বিকাশের অভাবে অনেকে সস্তা জিনিসে আগ্রহী হচ্ছে বলেও জানান তিনি।

সংগঠনের চেয়ারপার্সন এডভোকেট এলিনা খানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডভোকেট জিয়া হাবিব আহসান। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক শেখ হাফিজুর রহমান, ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণসহ পুলিশ কর্মকর্তা, আইনজীবী, মানবাধিকার কর্মীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

news24bd.tv/TR