তাসকিনকে ঘিরে দুঃসংবাদ

সংগৃহীত ছবি

তাসকিনকে ঘিরে দুঃসংবাদ

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ।  

এরপর টানা তিন হার সঙ্গী হয়েছে লাল-সবুজের। হারের বৃত্ত ভেঙে জয়ের ধারায় ফিরতে আগামী মঙ্গলবার (২৪ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তবে এ ম্যাচের আগেই দুঃসংবাদ টাইগার শিবিরে।

এ ম্যাচে তাসকিনকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে।

মূলত আফগানদের বিপক্ষে ম্যাচে কাঁধের পুরনো চোট ফিরে এসেছিল তার। এ কারণে ওই ম্যাচে ৬ ওভারের বেশি বল ঘুরানো হয়নি তাসকিনের। নিজেদের দ্বিতীয় ম্যাচে ৬ এবং তৃতীয় ম্যাচে ৮ ওভার বোলিং করেন তিনি।

সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে একাদশেই ছিলেন না তিনি।

জানা যায়, এখনও চোট সারেনি তাসকিনের। পুনেতেই তার কাঁধের এমআরআই করানো হয়েছে। বর্তমানে পর্যবেক্ষণে আছেন তিনি।

সূত্র বলছে, প্রোটিয়াদের বিপক্ষে খেলার সম্ভাবনা নেই তাসকিনের। তবে বিশ্বকাপে বাকি ম্যাচগুলোতে তাকে পেতে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের জাত চেনাতে পারেননি তাসকিন। তিন ম্যাচে ১২৬ রান খরচায় তার শিকার মাত্র ২ উইকেট।

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক